মোঃ আলমাস হোসেন আওয়াল, ইসলামপুর প্রতিনিধিঃ
বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে-এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ। বৈশাখে কেবল প্রকৃতিই নয়, জেগে ওঠে বাঙালির হৃদয়। বাঙালির জীবনচক্রে প্রকৃতির মেজাজি সন্তান বৈশাখ যেন অনিবার্য।তাইতো এবারের পহেলা বৈশাখও এসেছে ভিন্ন রূপে। এ বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর শুরু করার নয়, এ একটি নতুন সময়ের সূচনা। স্বৈরশাসকের পতনের পর তারই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন বছরে বাংলাদেশ স্বপ্ন দেখছে একটি আলোকিত ভবিষ্যতের। বাঙ্গালীর ঐতিহ্যকে ধারন করে সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ১৪ এপ্রিল সোমবার সকালে উপজেলা বিএনপির পহেলা বৈশাখ (১৪৩২) উদযাপন উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম নবাব, উপজেলার সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, একেএম শহিদুর রহমান, বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ডাক্তার শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,সহ- যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আওয়াল সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক আবির হোসেন বিপুল মাস্টার, নাজিম হোসেন নোমান, উপজেলা যুবদলের আহব্বায়ক হেলাল শেখ, সিনিয়র যুগ্ন-আহব্বায়ক মাহফুজুর রহমান লুলু, যুব বিষয়ক সম্পাদক সামিউল হক লাবলু, প্রচার সম্পাদক বাবলু সর্দার ও বিএনপি নেতা মোঃ শাকিল আহমেদ বাবু, মো: হাসমত এবং মহিলা দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 $type={blogger}:
Post a Comment