জামালপুরে ফিরতি ঈদ যাত্রায় নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা



জুয়েল রানাঃ


জামালপুরে ফিরতি ঈদ যাত্রায় নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে বাস ভাড়া কিছুটা বাড়তি হলেও সহনীয় পর্যায়ে রয়েছে। পরিবহন মালিক সমিতি বলছেন সরকার নির্ধারিত ভাড়ায় তারা এবার যাত্রি পরিবহন করছেন।



রবিবার সকাল থেকেই জামালপুর আন্ত:জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীদের বেশ চাপ রয়েছে। তবে পর্যাপ্ত বাস থাকায় নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারবেন এমনটাই আশা করছেন যাত্রীরা। 




মেহেদী হাসান সোহাগ ঈদের ছুটিতে ঢাকা থেকে স্বপরিবারে ঈদ করতে গ্রামে এসে ছুটি শেষে কর্মস্থলে কোনরকম ঝামেলা ছাড়াই ফিরতে পারবেন বলে জানান। মেহেদীর মতো অনেকেই পরিবারের সাথে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন নির্বিঘ্নে।




জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ জানান, এবারের ঈদ যাত্রায় যাত্রীদের কথা চিন্তা করে সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। 




কোন বাস যাতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিতে না পারে তার জন্য  বিআরটিএ, পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি  মালিক সমিতি তদারকি করছে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment