শেরপুরে লুটপাটের প্রতিবাদে মানববন্ধন



নাজমুল হোসাইন, শেরপুর প্রতিনিধিঃ


শেরপুরে বাড়িঘর  ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুরসহ লুটপাটের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে।


১৩ এপ্রিল বোরবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের হরিণধারা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত পরিবারের, হযরত আলী, লাভলু শেখ, মাজেদা বেগম, সাব্বির হোসেন, রফিক মিয়া, সালেহা খাতুন প্রমূখ। 



বক্তব্যে তারা বলেন, হরিণধারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরোধকে কেন্দ্র করে একটি হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর এলাকার প্রায় শতাধিক বাড়িঘর,দোকান পাটে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।



তারা  হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদ ও লুটপাটকারীদের বিচার দাবি করেন।



এবিষয়ে শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেন, হত্যার পরবর্তীতে  এধরণের ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনের আওতায় আনা হয়েছে। কোন অপরাধীকেই আমরা ছাড় দিচ্ছি না।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment