আওয়াল সরকারঃ
জামালপুরের ইসলামপুরে এসএসসি চলমান মাধ্যমিক ও সমমানের পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত শিক্ষক তার দায়িত্ব অবহেলার দায়ে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫এপ্রিল) উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত ওই তিন শিক্ষককে দায়িত্ব অবহেলার দায়ে অব্যাহতি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃতৌহিদুর রহমান।
অব্যাহতি প্রাপ্ত ওই শিক্ষকগণ হলেন, কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম, এড.নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আলিম ও একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদ।
জানা যায়,এ উপজেলায় মাধ্যমিকে ২হাজার ৭শ ৭৪জন, দাখিল ৯শ ৫জন,ভোকেশনালে ৫শ ৪৮ জনসহ মোট ৪হাজার ২শ২৭জন পরিক্ষার্থী এবছর ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
চলমান মাধ্যমিক ও সমমানের পরীক্ষা কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছেন।
0 $type={blogger}:
Post a Comment