সন্তান বিক্রি করে মোবাইল-অলংকার কিনলেন মা

 


জামালপুর দর্পণঃ


চার মাসের শিশু সন্তানকে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করলেন গর্ভধারিণী মা। সন্তান বিক্রির সেই টাকা দিয়ে নাকের নথ, পায়ের নুপুর, মোবাইল ফোন ও জুতা মা কিনেছেন। 



এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের পুন্ডুরা সেওড়াতলা এলাকায়।



পরিবার ও পুলিশের তথ্য অনুযায়ী, দুই বছর আগে ফেসবুকে পরিচয়ের পর রবিউল ইসলাম ও লাবনী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর রবিউলের অসচ্ছলতায় দাম্পত্য কলহ শুরু হয়। ছেলে তামিমের জন্মের পর অশান্তি বাড়ে। 



সম্প্রতি লাবনী তামিমকে নিয়ে বোনের বাড়ি ভূঞাপুরে যান এবং স্বামীর সঙ্গে সংসার করতে অস্বীকার করেন। বৃহস্পতিবার লাবনী জানান, তিনি ছেলে তামিমকে বিক্রি করেছেন। রবিউল কৌশলে লাবনীকে বাড়ি নিয়ে এলে ‘আমার মাথা ঠিক ছিল না’ বলে তিনি অপরাধ স্বীকার করেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment