জামালপুর দর্পণঃ
জামালপুরের ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে তার দুই পা ভেঙে গেছে। বর্তমানে সে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি আছে।
সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর নাম মোহনা তানজিন মৌ। সে ইসলামপুর উপজেলার ইসলামপুর সরকারি জে.জে.কে.এম গার্লস হাইস্কুল এন্ড কলেজ হতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানান, সরকারি ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাইস্কুল কেন্দ্র হতে পরীক্ষা শেষে বাইকে বাড়ি ফিরছিলো সে। বাড়ি ফেরার পথে ইসলামপুর মার্কাস মসজিদের কাছে দুইটি ট্রাক ও তাদের বাইক দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার দুই পা ভেঙে যায়।
দুর্ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মোহনা তানজিন মৌ বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পরীক্ষা দিচ্ছে। সে ইসলামপুর কলেজ লাইব্রেরির মিন্টু শরিফের কন্যা।
0 $type={blogger}:
Post a Comment