ইসলামপুরে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত

 


আওয়াল সরকার, ইসলামপুর প্রতিনিধিঃ 


বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে-এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ। বৈশাখে কেবল প্রকৃতিই নয়, জেগে ওঠে বাঙালির হৃদয়। বাঙালির জীবনচক্রে প্রকৃতির মেজাজি সন্তান বৈশাখ যেন অনিবার্য।তাইতো এবারের পহেলা বৈশাখও এসেছে ভিন্ন রূপে। 



এ বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর শুরু করার নয়, এ একটি নতুন সময়ের সূচনা। স্বৈরশাসকের পতনের পর তারই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন বছরে বাংলাদেশ স্বপ্ন দেখছে একটি আলোকিত ভবিষ্যতের। বাঙ্গালীর ঐতিহ্যকে ধারন করে সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ১৪ এপ্রিল সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষে পহেলা বৈশাখ (১৪৩২) উদযাপন উপলক্ষে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। 



শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, সহকারী কমিশনার ভূমি মো: রেজুয়ান ইফতেকার, উপজেলা কৃষি অফিসার রেজুয়ান আহমেদ, ইসলামপুর থানা পুলিশ, ইসলামপুর সরকারী কলেজ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সহ আরও অনেকে। সহকারী কমিশনার ভূমি মোঃ রেজুয়ান ইফতেকার বলেন, দেশ থেকে সব অন্যায়, অবিচার, জঙ্গিবাদ,সন্ত্রাস দূর হোক এই প্রত্যাশা নতুন বছরে। আমরা চাই নতুন বছরে আর কোন বৈষম্য না থাকুক। দেশের মানুষ ভাল থাকুক এই কামনা করি।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment