ইসলামপুরের হাফিজ পাঠাগারের ভিত্তি প্রস্তর স্থাপন



রোকনুজ্জামান সবুজঃ


জামালপুরের ইসলামপুরে বিশিষ্ট কবি-সাহিত্যিক- ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হাফিজ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাফিজ বকুলের স্মৃতি বিজড়িত হাফিজ পাঠাগারের ভিত্তি প্রস্তর স্থাপন। 



শনিবার (১২এপ্রিল) বিকালে তার নিজ বাস ভবন উত্তর কিসামতজাল্লা হাফিজ ভিলায় ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,মরহুমের ছেলে শাহ আবীর আহম্মেদ বিপুল মাষ্টার। 



বিপুল মাষ্টার বক্তব্য বলেন,যুব সমাজকে মাদকাশক্ত ও ধংসের হাত থেকে বাঁচাতে,শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ দৃষ্টান্ত স্থাপনে প্রত্যেক মহল্লায় পাঠাগার,ক্লাব স্থাপন করা দরকার।



এসময় উপস্থিত ছিলেন মরহুমের বড় ভাই শামসুল হুদা, গোলাম মোস্তফা মুকুল,ছোট ভাই শাহ মোঃ আলম মাষ্টার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, জামাতা খায়রুল ওয়ারা,আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন,উত্তর কিসামতজাল্লা মসজিদের মোয়াজ্জেম আজাদ শাহ ফকির, আল আমিনসহ অনেক আত্নীয় স্বজন উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment