রোকনুজ্জামান সবুজঃ
জামালপুর প্রেসক্লাব এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫মার্চ) সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাব মিলনায়ত ও চত্বরে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই এর প্রতিনিধি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি লুৎফর রহমান পরিচালনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন,জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন,বাংলাদেশ জামাতে ইসলামী জামালপুর জেলা শাখার আমির মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী আব্দুল আউয়াল।
ইফতার মাহফিলে জামালপুর ও বিভিন্ন উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক,আলেম ওলামা,সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও এতিমরা উপস্থিত ছিলেন।
0 $type={blogger}:
Post a Comment