অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না পুড়ে যাওয়া ছখিনার

 



শরিফ মিয়াঃ

 


জামালপুর ইসলামপুর পৌরসভা ৯ নং ওয়ার্ডে ধন্না পাড়া গ্রামে মৃত আকবর আলী মেয়ে। 



ছখিনা ৫০ বছর আগে বিবাহ হয়েছিল স্বামী মারা গিয়াছে ৭২ বছর বয়সেও বিধবা ভাতা কার্ড হয়নি তার । 



নিঃসন্তানহীন  অবস্থা ছোট ভাইয়ের কাছে বসবাস করা অবস্থা প্রায় ৬ মাস আগে গায়ের কাপড়ে আগুন লেগে মুখ বাদে সম্পূর্ণ শরীর পুড়ে যায়। 



অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না অতি কষ্টে দিন চলছে। 



উন্নত চিকিৎসার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে পুড়ে যাওয়া ছখিনা বেগম।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment