শেরপুর প্রতিনিধিঃ
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শালচুড়ায় ৬ মার্চ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ বোতল বিদেশী মদসহ মোঃ তানভীর আহম্মেদ হৃদয় (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো: তানভীর আহম্মেদ হৃদয় ঝিনাইগাতী উপজেলার শালচুড়া গ্রামের জনৈক মো: আ: রাজ্জাকের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী শালচুড়া থেকে কৈরোডগামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বের ‘'ডাচ-বাংলা ব্যাংক পিএলসি' অফিসের সম্মুখে অভিযান চালায়। এসময় মাদক কারবারি মো: তানভীর আহম্মেদ হৃদয়কে গ্রেফতার করা হয়।
পরে তার কাছ থেকে ৩২ বোতল বিদেশী মদ উদ্ধার করে র্যাব সদস্যরা। উদ্ধারকৃত মদের পরিমাণ ১৯ লিটার ৮৭৫ মি:লি: এবং মূল্য আনুমানিক ৮৫ হাজার টাকা।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি মো: তানভীর আহম্মেদকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
0 $type={blogger}:
Post a Comment