জামালপুর দর্পণ ডেস্কঃ
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন কোর্টমোড় নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৮ বছরের মেয়ে শিশুকে চাঞ্চল্যকর ধ'র্ষ'ণ মামলার প্রধান আসামী মোঃ সামায়ন কবির জয় (১৭)-কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী রাজশাহী জেলার বাঘা থানার চক ছাতারী গ্রামের মোঃ হানিফ মিস্ত্রীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, উক্ত ভিকটিম নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে লেখাপড়া করে। বিবাদী মোঃ সামায়ন কবির জয় ভিকটিমের প্রতিবেশী। একই পাড়ায় বসবাস করায় ভিকটিমের সাথে বাড়ীতে ও রাস্তা-ঘাটে প্রায়শ দেখা সাক্ষাৎ ও কথাবার্তা হয়।
১৯ মার্চ (বুধবার) বিবাদী জয় ভিকটিমকে ১০০ টাকা দেওয়ার প্রলোভন দিয়ে বাঘা থানাধীন চক ছাতারী গ্রামস্থ ভিকটিমের টিনের বেড়ার ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধ'র্ষ'ণ করে। পরবর্তীতে ভিকটিমের ডাক-চিৎকার করলে বিবাদী জয় দ্রুত পালিয়ে যায়। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করে এবং ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াতেও ব্যাপক সাড়া ফেলে ।
পরবর্তীতে ভিকটিম এর পিতা বাদী হয়ে রাজশাহী জেলার বাঘা থানায় ধ'র্ষ'ক মোঃ জয় (১৭) এর নামে ধ'র্ষ'ণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অদ্য ২৭/০৩/২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে রাজশাহী মহানরগীর রাজপাড়া থানাধীন কোর্টমোড় নামক এলাকা হতে উক্ত ধ'র্ষ'ণ মামলার একমাত্র আসামী মোঃ সামায়ন কবির জয় (১৭)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
0 $type={blogger}:
Post a Comment