কোলাঘাট থানার পাতা ফাঁদে ধরা পরলো বাইক চোর




সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা প্রতিনিধিঃ


আজ ৩রা মার্চ সোমবার, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লককের বেশ কিছু জায়গায় প্রায় বাইক চুরির ঘটনা ঘটতে থাকে, দেউলিয়া বাজার সহ কোলাঘাট এলাকাতে। বারবার পুলিশকে অভিযোগ জানিও চোর ধরা পড়ছিল না।


এবার কোলাঘাট থানা অভিযোগ পেয়ে, চোর ধরার জন্য বিভিন্নভাবে ফাঁদ পেতে ছিলেন, শেষমেষ ফাঁদে পড়তে হলো চোরকে, চোর ধরা পরলো পুলিশের জালে। একজন বাইক ছিনতাইকারীকে ধরে ফেলে। 


ওই ছিনতাইকারীর বাড়ী পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের মালিগ্রাম এলাকায়, পুলিশ ওই ব্যক্তিকে জেরা করে দুটি বাইক উদ্ধার করে, কোলাঘাট থানার পক্ষ থেকে জানা যায়, আরো বেশ কয়েকটি বাইক উদ্ধার হতে পারে জিজ্ঞাসাবাদ করে।



সব মিলিয়ে কোলাঘাট থানার পুলিশের তত্ত্বাবধানে বাইক উদ্ধার হয়ে খুশি এলাকাবাসী, বাইকের মালিকের ঠিকানার সন্ধান চালাচ্ছে পুলিশ। সব মিলিয়ে এখনো পর্যন্ত পুলিশ একজনকে গ্রেফতার করেছে, তাহারা জানান খুব শীঘ্রই বাকিরা ধরা পড়বে ও আরো কিছু বাইক উদ্ধার হতে পারে আর জন্য বাইক চোরকেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। 



এলাকার মানুষ অনেকটাই খুশির আশ্বাস পেলেন, এবং জানালেন এইভাবে যদি প্রশাসন সব দিক দিয়ে এগিয়ে আসে, তাহলে ছিনতাই কিছুটা কমতে পারে। 

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment