স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃ'ত্যু'দ'ন্ড

স্টাফ রিপোর্টারঃ

জামালপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় মো. উজ্জ্বল মাহমুদ (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।

 

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালে জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ী গ্রামের উজ্জ্বল মাহমুদের সঙ্গে বিয়ে হয় তাহমিনা জান্নাতের (২২)।

 

বিয়ের পর যৌতুকের দাবিতে ও গর্ভের সন্তান নষ্টের জন্য স্ত্রী তাহমিনাকে নির্যাতন করতে থাকেন উজ্জ্বল মাহমুদ। একই বছরের ১৮ এপ্রিল রাতে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন উজ্জ্বল।

 

ঘটনার পরের দিন নিহতের বাবা ইব্রাহীম খলিল ১৩ জনকে আসামি করে জামালপুর সদর থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

 

 

এরপর আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ৫ সাক্ষীর ভিত্তিতে সন্দেহাতীতভাবে হত্যার বিষয়টি আদালতের কাছে প্রমাণিত হয়। বিচার প্রক্রিয়া শেষে দুপুরে রায় ঘোষণা করা হয়। রায়ে উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। এছাড়া মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সবাইকে খালাস দেন।

 

এই রায়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

 

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাহমুদুল হাসান পলাশ।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment