গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামের মৃ'ত্যু

গাইবান্ধা প্রতিনিধিঃ

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাফেজ জাহিদ হাসান নামে মসজিদের ইমাম মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে ।

 

 

৩ জানুয়ারী শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরে পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে ।
নিহত জাহিদ হাসান (৩০) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলীর ছেলে।

 

 

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, নিহত হাফেজ জাহিদ হাসান সকালে তার শ্বশুর বাড়ী থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল বগুড়ার দিকে যাওয়ার পথে গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথা নামক এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লাগে। ধাক্কায় জাহিদের মাথা ও মুখ থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মসজিদের ইমাম ও আলেমগন ঘটনাস্থলে ছুটে এসে শোকাহত পরিবারকে সান্তনা দেন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

 

 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, এ দুর্ঘটনায় নিহত জাহিদ হাসান বগুড়ায় একটি মসজিদের ইমামতি করতেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment