ইসলামপুর প্রেসক্লাবের উদ্যোগে হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ

 রোকনুজ্জামান সবুজঃ
জামালপুরের ইসলামপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) রাতে ইসলামপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব হলরুমে শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।
তিনি বলেন, শীত নিবারণের জন্য দরিদ্র মানুষের মাঝে উপজেলার প্রায় এতিম খানায়, শহরের হাট বাজার ও রাস্তাঘাট স্টেশনসহ বিভিন্ন পাবলিক প্লেসে অবস্থানকারী দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে অসহায় পরিবার যাতে শীতে কষ্ট না করে সেই লক্ষে প্রশাসনের কার্যক্রম চলমান রয়েছে। তিনি অসহায় পরিবারের দূর্ভোগ লাঘবে তথ্য দিতে সকলের সহযোগীতা কামনা করেন।
ইসলামপুর প্রেসক্লাব সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে এতে উপজেলা প্রকৌশলী আমিনুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সিএলপি কর্মকর্তা হুমায়ুন কবীরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment