জামালপুর জেলা পেইন্টার শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন

জুয়েল রানাঃ

জামালপুরে জেলা পেইন্টার  শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
সোমবার রাতে শহরের বাগান বাড়ি এলাকায় ইন্টার শ্রমিক ইউনিয়নের কার্যালয় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

 

 

জামালপুর জেলা পেইন্টার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর নবীর উপস্থাপনায় সংপ্তিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, শহর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবাহান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  হারুন অর রশিদ, শহর শ্রমিক দলের আহ্বায়ক হারুন অর রশিদ রতন, জামালপুর জেলা পেইন্টার শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ আরো অনেকে।

 

এ সময় প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন তার বক্তব্যে বলেন, জেলার সকল পেইন্টার শ্রমিকরা জাতীয়তাবাদী দলের আদর্শে উজ্জীবীত এবং  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন,বিগত দিনে আমি ব্যক্তিগত ভাবে জেলার কর্মরত পেইন্টার শ্রমিকদের সাথে ছিলাম আগামীতেও তাদের পাশে থাকবো।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment