শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলার সদর উপজেলার পৌর শহরের কসবা কাচারি পাড়ার বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম, পিতা- ইয়ানুছ আলী পাশ্ববর্তী চরশেরপুর ইউনিয়নে ধোপাঘাট এলাকায় মোঃ সহিদুল রহমান পিতা- মৃত, সামছুল হক এর নিকট হতে শেরপুর সদর সাবরেজিস্টার অফিসে ১৮-০৯-২৪ ইং সনে দলিল মূলে ক্রয় করিয়া পৌনে ৭১ শতাংশ জমি খারিজ মূলে ক্রয় সূত্রে মালিক হন মোঃ শফিকুল ইসলাম।
৫ আগস্ট এর পর থেকে দেশে বিরুপ পরিস্হিতির কারনকে পুঁজি করে জমি বিক্রেতা সহিদুল রহমান গংরা মোঃ শফিকুল ইসলাম এর ক্রয়কৃত পৌনে ৭১ শতাংশ ভূমি দখল করে নেওয়ার হীনচেষ্টা চালিয়ে যাওয়াসহ মোঃ শফিকুল ইসলামকে হত্যার ও গুম করে ফেলার হুমকি দেওয়ায় মোঃ শফিকুল ইসলাম ২৩ জানুয়ারি শেরপুর সদর থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করিয়া আসামীগন জানমালের ক্ষয় ক্ষতি করিয়া আসিতে থাকে। নিজ বাড়ী হইতে শেরপুর সদর থানাধীন জেলা প্রশাসক এর কার্যালয়ের অফিসে প্রয়োজনীয় কাজের জন্য আসিলে আসামীরা মোঃ শফিকুল ইসলামকে এলোপাতাড়ি মারধরসহ হত্যার চেষ্টা চালায়। এসময় মামলার বাদী মোঃ শফিকুল ইসলাম এর ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে আসামীরা দ্রুত ঘটনার স্থল ত্যাগ করে।
এবিষয়ে ৬ জনকে আসামী করে শেরপুর সদর থানায় একখানা লিখিত অভিযোগ দায়ের করেন মোঃ শফিকুল ইসলাম। আসামীগন হলো, ১. হাবিবুর রহমান,(৫০) পিতা- মৃত শামছুল হক, ২. মো. গোলাম মোস্তফা (৪৯) পিতা- মৃত নিজাম উদ্দিন, ৩. মোছা: শাবানা বেগম(৪৩) স্বামী-গোলাম মোস্তফা,উভয়দ্বয় সাং হরিনধরা, ৪.সহিদুল রহমান (৫৩) পিতা-মৃত, শামছুল হক, ৫. মোছা: মাহাতাবা সুলতানা সার্থী(৫১) স্বামী-সহিদুল রহমান, ৬. মোছা: রুপনাহার বেগম(৪৮) স্বামী- মোঃ সিদ্দিক মিয়া সর্ব সাং- ধোপাঘাট, চরশেরপুর।
এছাড়াও জমি ক্রয়কারী মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ শেরপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতে নিষেধাজ্ঞা চেয়ে অন্য প্রকার একটি মোকদ্দমা দায়ের করেন যাহার নাম্বার ২১/২৫ তাং- ২৩ জানুয়ারি।
এবিষয়ে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার চরশেরপুর ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ রজব আলীর মুঠো ফোনে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করেন।
0 $type={blogger}:
Post a Comment