রোকনুজ্জামান সবুজঃ
জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধে জের ধরে হাতাহাতিতে আবুল কালাম (৫৮) নামে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ডিসেম্বর) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে।নি’হ’ত আব্দুল কালাম ওই এলাকার মৃত হোসেন আলী ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ”জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামা ও ভাগ্নে মঞ্জু মন্ডলের থেকে বিরোধ চলছিল আবুল কালামের। ওই বিরোধ সমাধান করার জন্য সকাল দশটার দিকে গ্রাম্য সালিশির আয়োজন করা হয়েছিল।
শালিস শুরুর পূর্বে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে হাতাহাতি হলে এতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান আবুল কালাম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা করে মৃ’ত্যু ঘোষণা করেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন,’জমি নিয়ে বিরোধের জেরে গ্রাম্য সালিশ চলছিল। শালিসি শুরুর পূর্বের দুই পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
0 $type={blogger}:
Post a Comment