শেরপুরে সেনা সদস্য হ'ত্যা'র প্রধান আসামী রঞ্জু গ্রে'ফ'তা'র

শেরপুর প্রতিনিধিঃ

 

শেরপুর জেলার সদর উপজেলায় সেনা সদস্য ওয়াসিম আকরাম (২৬) হ’ত্যা মামলার প্রধান আসামী মোঃ রঞ্জু মিয়া (৩৩)কে গ্রেফতার করেছে  র‍্যাব।

 

 

শুক্রবার ১৩ ডিসেম্বর সকালে তাকে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আমডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রঞ্জু মিয়া সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া এলাকার মোঃ আব্দুস সালামের ছেলে।

 

 

র‍্যাব জানায়, গেলো ২ ডিসেম্বর সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চরশেরপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছামাত্র সেনা সদস্য ওয়াসিম আকরামকে তার চাচা-জ্যাঠা ও চাচাতো ভাইসহ অন্যান্য আসামীরা পথরোধ করে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা উপর্যুপরি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

 

 

পরে আহতের স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিম আকরামকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোঃ জসিম উদ্দিন বাদী হয়ে ৩ডিসেম্বর শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এর পর থেকেই আসামীরা আত্মগোপনে চলে যায়।

 

 

এই ঘটনার পর র‌্যাব-১৪, জামালপুর ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে। এরই ধারাবাহিকতায় গোপনে সংবাদ পেয়ে শুক্রবার সকালে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সেনা সদস্য ওয়াসিম আকরাম হ’ত্যা মামলার প্রধান আসামী মোঃ রঞ্জু মিয়াকে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আমডাঙ্গা এলাকা থেকে
গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত রঞ্জু মিয়াকে উক্ত মামলায় শেরপুর সদর থানায় শুক্রবার দুপুরে সোপর্দ করা হয়।

 

 

উল্লেখ্য, নি’হ’ত সেনা সদস্য ওয়াসিম আকরাম ঘটনার ১ সপ্তাহ আগে ছুটিতে বাড়ীতে এসেছিলো। আর খুনিরা আপন চাচা, জ্যাঠা ও চাচাতো-জ্যাঠাতো ভাই।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment