জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু

রোকনুজ্জামান সবুজঃ

 

জামালপুর জেলার  ছনকান্দায় পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানিতে ফুটবল তুলতে গিয়ে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ডিসেম্বর) দুপুরে ছনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- ছনকান্দা এলাকার রাহি(১৫),রোশান (১৫) নানার বাড়িতে বেড়াতে আসা আফিফ আহমেদ(১৫)।

রাহি ও রোশান দুজনই জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। আফিফ আহম্মেদ ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র পরিবারের সঙ্গে সে ঢাকায় থাকতো।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল মোহাম্মদ আতিক জানান,ব্রহ্মপুত্র নদের তীরে সমবয়সী পাঁচ জন ফুটবল খেলছিল বলে জানাযায়।

পরে ফায়ার সার্ভিসের একটি দল লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment