ইসলামপুরে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রোকনুজ্জামান সবুজঃ

 

জামালপুরের ইসলামপুরে উৎসব মূখর পরিবেশে দৈনিক ইত্তেফাক প্রত্রিকা ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলানায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। ইসলামপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়নের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল্লাহ সাইফ।

 

তিনি বলেন, পত্রিকা হলো জ্ঞানের ভান্ডার। হাটাহাটি পা পা করে চড়াই উৎরাই পেরিয়ে ৭২ বছরের পদার্পন করেছে। আমি পত্রিকার সাফল্য কামনা করছি। সেই সাথে সকল সাংবাদিককে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

প্রতিষ্ঠা বার্ষিকী উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান,সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী,সাধারণ সম্পাদক হাফিজ লিটন,কার্যকরী কমিটি সদস্য আঃ সামাদ,সদস্য মোহনা টিভি ওসমান হারুনী, দপ্তর সম্পাদক হোসেন রানা,অর্থ বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ, সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, সদস্য হোসেন শাহ ফকির, সহ যুগ্ম সম্পাদক  সাহিদুর রহমান,গ্লোবাল টিভি ফিরোজ মিয়া,সদস্য হাসর আলী,মোতালেব হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন, সহযোগী সদস্য শেখ আরেফিন সুমনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও অন্যান্য নেতৃবৃন্দ এতে অংশ নেন।

পরে প্রয়াত ও কর্মরত সাংবাদিকদের দোয়া কামনা করে ইত্তেফাকের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment