গণতন্ত্র হ'ত্যা'কা'রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার প্রেতাত্মারা দেশে রয়েছে; নজরুল ইসলাম খান

রোকনুজ্জামান সবুজঃ

 

গণতন্ত্র হত্যাকারী লুটেরা শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার প্রেতাত্মারা দেশে রয়েছে। বিএনপি’র এক বিশাল জনসভার প্রধান অতিথি সাবেক রাষ্ট্রদূত ও বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তার বক্তব্যে এসব কথা বলেন।

 

বক্তারা আরো বলেন, গণতন্ত্র হত্যাকারীরা তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন বিশৃংখল, অপকর্ম চালালে তা কঠোর হস্তে দমন করা হবে। এ জন্য তারা নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান।

 

বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জে হাইস্কুল মাঠ প্রাঙ্গনে উপজেলা বিএনপির আয়োজিত এক জনসভায় অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী সোহেল।

 

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র আরেক যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলুফার ইয়াসমিন মনি, সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, কার্যনির্বাহী সদস্য সুলতান মাহমুদ বাবু সাবেক এমপি, জেলা বিএনপির সভাপতি শামিম তালুকদারসহ আরো অনেকে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment