গাইবান্ধায় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধিঃ
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক বিদ্যুৎ গ্রাহকদের  প্রিপেইড মিটার স্থাপনের তৎপরতা ও প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ১৫ ডিসেম্বর রবিবার বেলা ১২ ঘটিকায় পলালবাড়ী সচেতন নাগরিক সমাজ ও নাগরিক স্বার্থ সংরক্ষণ যৌথ উদ্যোগে পলাশবাড়ী চৌমাথা মোড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে পলাশবাড়ী নেসকোর গ্রাহকগণ ও সর্বসাধারণ জনতা উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত এর সভাপতিত্বে  মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঞ্জু প্রধান, বিএনপি নেতা মুকুল আহমেদ, পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক মুশফিকুর রহমান মিল্টন, সদস্য সচিব ফেরদাউস মিয়া, উপজেলা হাট বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, বহুমুখি ব্যবসায়ি সমিতির নেতা আব্দুস সোবাহান, ব্যবসায়ি রেজোয়ান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিন মন্ডল, স্বেচ্ছাসেবক দল নেতা মিল্লাত সরকার মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম রেজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মাজেদুল ইসলাম মাজেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রানা মিয়াসহ অন্যান্যরা। সঞ্চালনা করেন ব্যবসায়ী ও ছাত্রনেতা মিজানুর রহমান নিক্সন।
মানববন্ধনে বক্তারা নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবী জানান এবং দাবী মানা না হলে প্রিপেইড মিটার স্থাপন করতে চাইলে তা প্রতিহত করার ঘোষনা প্রদান করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয় এবং স্মারকলিপির অনুলিপি পলাশবাড়ী নেসকোর আবাসিক প্রকৌশলীকে প্রদান করেন।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment