বিস্ফোরক মামলায় ইসলামপুরের সাবেক পৌর মেয়র গ্রেফতার

রোকনুজ্জামান সবুজঃ

 

জামালপুরের ইসলামপুরে বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুল কাদের সেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় রাতে জামালপুরে আমলাপাড়া তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) শামসুজ্জামান বলেন, গত ১৬ ডিসেম্বর সোমবার রাতে গোয়ালেরচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও যুবলীগ সদস্যসহ একটি ঝটিকা মিছিলে বিস্ফোরক ও ভাঙচুর ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, বিস্ফোরক ও ভাঙচুর এ ঘটনায় গোয়ালেরচর কারিপাড়া গ্রামের জেলা ছাত্রদলের বিএনপির সমাজকল্যাণ সম্পাদক হাফিজুর বাদী হয়ে ১২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/২২০ আ’লীগ নেতার নামে বিস্ফোরক ও চাঁদাবাজির মামলা করেন। এজাহার ভুক্ত আসামি ৯১ নং তালিকায়  এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় তাকে জামালপুর সদরে তার আমলাপাড়া ভাড়া বাসা থেকে ডিবি পুলিশের সহায়তা রাতে গ্রেপ্তার করা হয়েছে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment