ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ

 

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (৯ নভেম্বর) সকালে উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি মিজানুর রহমান খান, একেএম শহিদুর রহমান, মাহমুদ হাসান কবির মঞ্জিল, আজম-উদ-দৌল্লাহ পাহলোয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, আইন বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ সুমন, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাহিদা আক্তার খানম সুলেখা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা: শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক শেখ হেলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু, যুগ্ম আহবায়ক সামিউল হক লাভলু, রাশেদুল ইসলাম, হাফিজুর রহমান মলিন,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুল, যুগ্ম আহবায়ক শাকিল আহমেদ বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান কায়েস, ছাত্রনেতা সোহেল রানা খোকন, হাসমত আলী হাসান প্রমুখ।

 

এর আগে সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসার পর মাঠ কানায় কানায় ভরে উঠে।

পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানামোড় বটতলা চত্বরে এসে শেষ হয়।

 

এছাড়াও সমাবেশে উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment