হাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল কর্তৃক অফিস সহকারী উজ্জ্বলকে মারধর

জামালপুর দর্পণঃ

 

জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের হাজীপুর উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রশীদ উজ্জ্বল কর্তৃক একই বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ মোখলেছুর রহমান উজ্জ্বলকে মারধরের ঘটনা ঘটেছে।

 

জানা গেছে, গত ১২ নভেম্বর বিকাল সাড়ে তিনটায় হাজীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে একুইডেন্স খাতা কেনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম সাজেদুল হক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ মোখলেছুর রহমান উজ্জ্বলের সাথে বরাবরের মতো অহেতুক দূর্ব্যবহার করা শুরু করলে অফিস সহকারি উজ্জ্বল তার প্রতিবাদ করে।

 

এদিকে হঠাৎ করেই শিক্ষক মিলনায়তনের চেয়ারে বসে থাকা আইসিটি শিক্ষক মোঃ আব্দুর রহমান টিটুর উপস্থিতিতে সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক আব্দুর রশীদ উজ্জ্বল সন্ত্রাসী কায়দায় অফিস সহকারী উজ্জ্বলের উপর ঝাপিয়ে পড়ে তাকে উপুর্যুপরি কিল-ঘুষি মারতে থাকে। শুধু তাই নয় সে তাকে নানা প্রকার হুমকি দিতে থাকে এবং স্কুল থেকে বের হতে না দেওয়ার ঘোষণা দেয়।

 

এদিকে ঘটনার আকস্মিকতায় হতবাক উজ্জ্বল অফিস সহকারী প্রথমে হাজীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও মেষ্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজমুল হক বাবুকে সে কথা জানাতে ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় জিম্মিদশা থেকে মুক্ত হতে অগত্যা তার ছোটভাইকে ফোন করে স্কুলে ডেকে আনে। আর একথা শুনে সহকারী শিক্ষক মোঃ আব্দুর রশীদ উজ্জ্বল আবারও অফিস সহকারী উজ্জ্বলের উপর হামলা করতে উদ্যত হলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

 

অপরদিকে পরিকল্পিতভাবে অফিস সহকারী উজ্জ্বলের উপর সহকারী শিক্ষক উজ্জ্বল কর্তৃক সন্ত্রাসী হামলার ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে সহকারী শিক্ষক মোঃ আব্দুর রশীদ উজ্জ্বল, আইসিটি শিক্ষক আব্দুর রহমান টিটু ও প্রধান শিক্ষক এ.কে.এম সাজেদুল হক বিভিন্ন মহলে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ মোখলেছুর রহমান উজ্জ্বল। এদিকে সহকারী শিক্ষকের সন্ত্রাসী আচরণে নিন্দার ঝড় বইছে হাজীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবক মহলে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment