মোঃ সুমন মিয়া, স্টাফ রির্পোটারঃ
সরকারী বাজারের জমি ব্যক্তি মালিকানা বলে দাবি করে অন্য ব্যবসায়ীর দোকানঘর ভেঙে দিয়ে জোর পূর্বক ব্যক্তিগত ঘর নির্মাণের অভিযোগ উঠেছে জামিরা এলাকার কাজিম উদ্দিন গংদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদরের বাশচড়া ইউনিয়নের জামিরা বাজারে এমন ঘটনা ঘটে। দখলকৃত ওই জমি বাংলাদেশ সরকারের যা, জামিরা বাজারের নামে রয়েছে এবং বর্তমানে সরকারীভাবে উক্ত বাজারের ইজারাদার রয়েছে।
বাজারের ইজারাদার সুত্রে যানা যায়, ১৯৯৭ সাল হতে জামিরা বাজারটি সরকারীভাবে ডাকের মাধ্যমে ইজারাদার নিয়োগ করে পরিচালনা করা হয়। বর্তমানে এ বাজারের জমির পরিমাণ ৪৪ শতাংশ যা, জামিরা মৌজার মধ্যে হাল আর এস খতিয়ান নং ৬৩০ ও দাগ নং ২৬৬১।
বর্তমানে কাজিম উদ্দিন গংরা উক্ত জমি ব্যক্তিগত বলে দাবি করে বাজারের দোকানঘর ভেঙে দখলে নিয়েছে।
উক্ত বিষয় নিয়ে মহামান্য আদালতে মামলা চলমান আছে এবং জোর পুর্বক দখলের বিষয়টি উপজেলা নির্বীহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
বাশচড়া ইউনিয়ন ভুমি কর্মকর্তা বলেন, উক্ত জমি জামিরা বাজারের নামে রয়েছে এবং উল্লেখিত জায়গায় বর্তমানে খাস আদায় চলমান আছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত শহীদ পিংকি বলেন, বিষয়টি আমি জেনেছি এবং ইউনিয়ন ভুমি কর্মকর্তা (নায়েব)-কে সরজমিনে গিয়ে দেখতে বলেছি। ঘটনা সত্য হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। তবে দখলদার দের হাত থেকে উক্ত জায়গাটি রক্ষা করে বাজার পরিচালনার জোর দাবি এলাকাবাসীর।
0 $type={blogger}:
Post a Comment