ইসলামপুরে যমুনা নদী হতে সাবেক ইউপি মেম্বারের লা'শ উদ্ধার

রোকনুজ্জামান সবুজঃ

 

রাতে নিখোঁজের পর সকালে জামালপুরের ইসলামপুর যমুনা নদীর পার থেকে সাবেক ইউপি মেম্বারের লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মরদেহটি বেলগাছা ইউনিয়নের প্রজাপতি গ্রামে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ সনাক্ত করার পর জানা যায়, তিনি পাথর্শী ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার আব্দুল হাই (৬০)। তিনি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় প্রতিদিনের মতো রাতে বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে সারারাত।

শনিবার (৩০ নভেম্বর) সকালে বেলগাছা ইউনিয়নে প্রজাপতি গ্রামে স্থানীয় লোকজন যমুনা নদীর পাড়ে একটি মরদেহ দেখতে পায়। পরে ইসলামপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো কোন অভিযোগ পাওয়া যায় নি। আগামীকাল ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment