ইসলামপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ

জামালপুরের ইসলামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

 

বুধবার(৬ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গনে আবাদ ফসল বৃদ্ধির জন্য এসব সার ও বিভিন্ন বীজ বিতরণ করা হয়।

 

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনার কর্মসূচীর আওতায় রবি মৌসুমে উপজেলার ৬ হাজার ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করা হয়। এদের মধ্যে ৫ হাজার ২০০ জন মধ্যে সরিষা, ৫৪০ জনের মধ্যে গম, ভুট্রা ৪৫০ জন, পেঁয়াজ ১১০ জন, চিনা বাদাম ১১০ জন, মুগ ডাউল ৩০ জন, মসুর ডাউল ১০০ জন ও খেসারি ডাল ৭০ জন কৃষকের মধ্যে এসব বিতরণ করা হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, কৃষি কর্মকর্তা এ,এল,এম রেজুয়ান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা ও কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তারা।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment