ইসলামপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ; আহত ৭

মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ

 

জামালপুরের ইসলামপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ৭ জন আহত হয়েছে ।

 

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ইসলামপুর সরকারি কলেজ মোড়ে আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। সংঘর্ষের খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় যুবকরা ফুটবল খেলছিল। খেলাধুলার এক পর্যায়ে দুদলের খেলোয়াড়দের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় সন্ধ্যায় পৌর এলাকার নটারকান্দা ও ভেংগুড়া দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বাঁধে। প্রায় ৩০ মিনিট সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

আহতরা হলেন নটারকান্দা গ্রামের সফিকুল মিয়া, মোহাম্মদ সাখাওয়াত হোসেন সুজন, মৌজাজাল্লা গ্রামের শরিফুল ইসলাম, ভেংগুড়া গ্রামের সিফাত মিয়া, গাঁওকুড়া গ্রামের বাবু শেখ, মুখলেছ মিয়া ও কিসামতজল্লা গ্রামের কাজীমদ্দীন। আহতদের চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে সাখাওয়াত হোসেন সুজন, সফিক, মুখলেছ, সফিকুল মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment