রোকনুজ্জামান সবুজঃ
জামালপুরের ইসলামপুর লালসা চরিতার্থ করতে এক বিবাহিত নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে হুজুর আঃ মান্নান মিয়া মিনু মুন্সীর বিরুদ্ধে।
বুধবার বিকালে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের করইতার মধ্যে পাড়া এলাকায় ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী নারী অভিযোগ তুলে বলেন, আমাদের এলাকার মৃত জবেদ আলীর ছেলে আঃ মান্নান মিয়া ওরফে মিনু মুন্সী আমাকে কাজের কথা বলে ঘরে ডেকে নিয়ে যায়। তার স্ত্রী ঘরে না থাকার সুযোগে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে তার লালসার কবল থেকে রক্ষা মিলে। পরে আমি তার এই অপকর্মের ঘটনা আমার পরিবারকে অবহিত করি। আমি এই হুজুরের বিচার চাই।
ভুক্তভোগীর মা বলেন, সে একজন হুজুর মানুষ। সে এমন ন্যাক্কার কাজ ইতিপূর্বে আরও করেছে। তার কোন বিচার না হওয়ায় বারবার এমন কাজের সুযোগ পাচ্ছে। এলাকার দেওয়ানীরা এ ঘটনার বিচার করার কথা ছিলো কিন্তু সে কোন শালিসিতে আসতেছে না। আমি গরীব মানুষ,আমার মেয়ের সঠিক বিচার চাই।
তবে এ ঘটনার পর থেকে হুজুর আঃ মান্নান মিনু মুন্সী গা ঢাকা দিয়েছে। অভিযোগ সম্পর্কে জানতে মুঠোফোনে তার সাথে যোগাযোগ করলে সে বলে,আমি ভালো মানুষ।আমাদের মসজিদে ঈমাম না থাকলে সময় আমি নামাজ পরাই। আমি হুজুর মানুষ তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন মিথ্যা অভিযোগ তুলেছে।
0 $type={blogger}:
Post a Comment