মেলান্দহ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ২,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার দুপুরে মেলান্দহ পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় কাঁচা বাজারের পরিস্থিতি পর্যবেক্ষন ও মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় সতর্ক করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট এস এম আলমগীর হোসেন। ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর রাবেয়া বেগম।ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন মেলান্দহ থানার উপ পরিদর্শক হুমায়ুন কবির, পিএসআই শাহজাহান।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আলমগীর হোসেন বলেন,মূল্য তালিকা না থাকায় মাংসের দোকান ও মুরগীর দোকানে অভিযান করে জরিমানা করা হয়েছে। বাজারে কৃত্তিম সংকট রোধে এ অভিযান অব্যহত থাকবে।
0 $type={blogger}:
Post a Comment