জামালপুর দর্পণঃ
জামালপুরের ইসলামপুরে ৫১তম বাংলাদেশ স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ অক্টোবর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হান্নান, মাহাবুবুল আলম, প্রধান শিক্ষক আব্দুল হাকিম, দাখিল মাদরাসার সুপার সামিউল হক, সুপার ওসমান গনি, প্রধান শিক্ষক মীর সাহাব উদ্দিন, প্রধান শিক্ষক হারুন অর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে শেষে উপজেলার বিভিন্ন স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০২৪ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
0 $type={blogger}:
Post a Comment