ইসলামপুরে মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

রোকনুজ্জামান সবুজঃ

 

ভারতের মহারাষ্ট্রে পুরোহিত রামগিরী কর্তৃক মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে জামালপুরে ইসলামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৫ অক্টোবর) বিকালে জাগ্রত তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি আশরাফল উলুম মাদরাসা থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা পথসভা অনুষ্ঠিত হয়।

 

আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলার সভাপতি সুলতান মাহমুদ সিরাজী, যুগ্ম আহবায়ক কাজী আমিনুল ইসলাম, হাফেজ ফয়েজুর রহমান, মুফতি ওমর ফারুক, মাওরানা মাকছুদুর রহমান, আইয়ুব আলী সাইফুল ইসলাম, মুফতি হেদায়েতুল্লাহ রহমানী, ইসলামী যুব আন্দোলনের সভাপতি শাহ আলম, মাওলানা মসিউর রহমান, আখতাজ্জামান আনসারী প্রমূখ বক্তব্য রাখেন।

 

বক্তারা ভারতের মহারাষ্ট্রে পুরোহিত রামগিরী কর্তৃক রাসুলুল্লাহ (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির এবং ভারতীয় মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তার দাবি করেন।

পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশটি শেষ হয়।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment