রোকনুজ্জামান সবুজঃ
জামালপুরের মাদারগঞ্জে মোবাইল দেখার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে।
এ ঘটনাটি অবগত হবার পরপরই সেলিম (২৬) নামে ওই অভিযুক্ত আটক করে থানায় আনে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর দাদী বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় অভিযুক্তকে আসামী করে মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা গেছে, শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পৌর শহরের চাঁদপুর এলাকার জাহাঙ্গীর মন্ডল এর ছেলে পেশায় ইটভাটার শ্রমিক সেলিম (২৬) তার প্রতিবেশী ৯ বছরের শিশু মার্জিয়া (ছদ্মনাম) কে মোবাইল দেখার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নেয়। এরপর তার পরনে থাকা জামা জোর পূর্বক খুলে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগী শিশুটি চিৎকার শুরু করলে তার দাদী এসে তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় আনে।
এ ঘটনায় রাতেই ভুক্তভোগীর দাদী বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
ভোক্তভোগী শিশুর বাবা- মা বলেন আমাদের মেয়ের সাথে খুবই জঘন্যতম কাজ করার চেষ্টা করা হয়েছে। আমরা এর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ঘটনাটি অবগত হবার পর তাৎক্ষনিক থানা পুলিশের টিম পাঠিয়ে অভিযুক্তকে আটক করে থানায় হয়। গতরাতেই ভুক্তভোগীর দাদী বাদী হয়ে নারী ও শিশু দমন নির্যাতন আইনে একটি মামলা করেছেন সেই মামলায় অভিযুক্ত গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরিক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।
0 $type={blogger}:
Post a Comment