ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুর উপজেলার কর্মরত ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা হল রুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক হাফিজ লিটন, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সহ-সভাপতি রহিমা সুলতানা মুকুল, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কোরবান আলী, সাংবাদিক আওয়াল সরকার, লিয়াকত হোসাইন লায়ন, ইয়ামিন মিয়া, রোকনুজ্জামান সবুজ, মশিউর রহমান টুটুল, এস এম হোসেন রানা, হোসেন শাহ ফকির, এমদাদুল হক, আরেফিন সুমন সৈয়দ, এনামুর রকিব প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম কাজল, সাংবাদিক আব্দুল মোতালেব, ফারুক আল আজাদ বকুল, ওসমান হারুনী, রফিকুল ইসলাম রঞ্জু, হাসর আলী, ফিরোজ শাহ, এনামুল হক, রুবেল মিয়া, মফিজুল ইসলাম, মাইনুল ইসলামসহ ইলেকট্রনিক্স, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের সহযোগীতা কামনা করেন।
0 $type={blogger}:
Post a Comment