জামালপুরে বাইপাস এলাকায় দিনদুপুরে ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি

রতন মিয়াঃ

জামালপুরে একটি অটো রিক্সার যন্ত্রাংশের দোকানের তালা ভেঙে দিনের আলোতেই পিকআপ গাড়িতে করে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জামালপুর সদর থানায় দোকানের মালিক হেলাল তালুকদার বাদি হয়ে ওই দিনই একটি অভিযোগ দায়ের করেন।

 

সোমবার সকাল ৮টার দিকে পৌর শহরের পুরাতন বাইপাস এলাকার মের্সাস রুফাইদা এন্টারপ্রাইজে এমন ঘটনা ঘটে। তবে ঘটনার পুরো বিবরণ পাওয়া যায় সিসিটিভি ফুটেজে। দিনের আলোতে এমন ঘটনা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

এ বিষয়ে রুফাইদা এন্টারপ্রাইজের ম্যানেজার বলেন, আমি সকালে ১০টার দিকে দোকান খুলতে এসে দেখি দোকানের তালা ভাঙা। পরে সাটার তুলে ভেতরে প্রবেশ করতেই দেখি সব কিছু এলোমেলো করা রয়েছে। পরে আমি বিষয়টি হেলাল ভাইকে জানালে তিনি বাড়ি থেকে দ্রুত দোকানে চলে আসেন।

 

রুফাইদা এন্টারপ্রাইজের মালিক হেলাল তালুকদার জানান, ম্যানেজারের ফোন পাবার সাথেই আমি চলে আসি। দোকানে এসে সিসি টিভি ফুটেজ দেখে দেখি আমার নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং অটোর ব্যাটারিসহ অনেক মালামাল নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। তবে ঘটনার পরেই থানায় গিয়ে অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেনি।

 

এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মামুন জানায়, অভিযোগ পেয়েছি আমরা দ্রত সময়ের মধ্যেই ব্যবস্থা গ্রহন করবো।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment