পলাশবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গাইবান্ধা প্রতিনিধিঃ 
উৎসব মুখর পরিবেশে গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর রবিবার উপজেলা যুবদলের আয়োজনে পলাশবাড়ী চৌমাথা মোরে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে  আহ্বায়ক মোঃ মোশফেকুর রহমান রিপন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক সভাপতি গাইবান্ধা জেলা বিএনপি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রাগিব হাসান চৌধুরী সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল গাইবান্ধা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক  মোঃ আবু আলা মওদুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ প্রধান আঞ্জু, সাংগঠনিক সম্পাদক আজহার আলী, পলাশবাড়ী পৌর বিএনপি, সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মোত্তালেব সরকার বকুল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ইউসুফ আলী ও প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রাজু আহমেদ সদস্য সচিব পলাশবাড়ী উপজেলা শাখা।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান করেন দলের নেতাকর্মীরা। এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment