ইসলামপুরে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উদ্বোধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ
”এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন- ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় ইসলামপুর সরকারি জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন- ২০২৪ উদ্বোধন করা হয়।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান।

সদস্য সচিব হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.এ.এম. আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে ইসলামপুর সরকারি জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষিকা কামরুন নাহার, সিনিয়র শিক্ষক মোঃ শামছুল আলম, সহকারি অধ্যাপক মোঃ খলিলুর রহমান,  মোঃ রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রাথমিকভাবে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ১০ থেকে ১৪ বছর বয়সী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এক ডোজ এইচপিভি টিকা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত প্রদান করা হবে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভির এই টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment