ইসলামপুরে নিয়ন্ত্রণহীন পিক-আপ গাড়ি চাপায় অটোরিকশা চালক আহত

মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ

 

জামালপুরে ইসলামপুরে পিক-আপ গাড়ি চাপায় এক অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল সকাল ১০.২০ মিনিটের দিকে মার্কাস মসজিদ রোডে এ দূর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১০. ২০ মিনিটের দিকে মার্কাস মসজিদ-হাসপাতাল রোডে একটি মালবাহী পিক-আপ গাড়ি (ঢাকা মেট্রো-ন-১২-৪৪০৫) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি অটোরিকশাকে চাপা দিলে অটো দুমড়েমুচড়ে গিয়ে চালক খোরশেদ আলম (৪৫) গুরুতর আহত হয়।

 

পরে স্থানীয়রা আহত খোরশেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আহত অটোরিকশা চালকের বাড়ী ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামে।
ঘটনার পরই পিক-আপ চালক পালিয়ে যায়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ পিক-আপ গাড়ি ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ জানান, ঘটনাস্থল থেকে পিক-আপ ও অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়েছে। রোগী সুস্থ্যতা বিবেচনায় তদন্ত সাপেক্ষে পিক-আপ মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment