গাইবান্ধা প্রতিনিধিঃ
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীর লগি-বৈঠার তান্ডবে ঢাকায় ৬ জনসহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী ছাড়াও অসংখ্য মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদ খুনিদের গ্রেফতার ও বিচারের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ অক্টোবর বিকেলে জনতা ব্যাংক মোড়ে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও কিশোরগারী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী রাজনৈতিক সেক্রেটারী গাইবান্ধা-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ (অব:) মাও. নজরুল ইসলাম লেবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক নেতা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, কৃষক নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল মজিদ আকন্দ, সুরা ও কর্মপরিষদ সদস্য একরামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি খায়রুজ্জামান চান, উপজেলা পেশাজীবির সভাপতি অধ্যক্ষ মাও. বেলাল উদ্দিন সরকার, উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল লতিফ তরফদার, পলাশবাড়ী পৌর জামায়াতের আমীর মাও. আব্দুল মজিদ, সেক্রেটারী তাজুল ইসলাম মিলন, কিশোরগাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাও. মকবুল হোসেন, বরিশাল ইউনিয়ন জামায়াতের আমীর শামীম প্রধান ও মহদীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাও. মতিয়ার রহমান প্রমুখ। সমাবেশটি সঞ্চালন করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাকোয়াতজ্জামান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠার নির্মম আঘাতে ঢাকায় ৬ জনসহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতাকর্মী ও অসংখ্য মানুষ পিটিয়ে হত্যার প্রতিবাদ খুনীদের গ্রেফতার ও বিচারের দাবী জানান।
About মোঃ সাইদুর রহমান সাদী
নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com
0 $type={blogger}:
Post a Comment