জামালপুরে স্ত্রী হত্যা মামলা স্বামীর মৃত্যুদন্ড

রোকনুজ্জামান সবুজঃ

 

জামালপুরে স্ত্রী তিথি বেগমকে (২০) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী  আহসান হাবীবকে (২৬) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন।

 

রাষ্ট্র পক্ষের আইনজীবী শাহ এনায়েত হোসেন জানান, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের এনু শেখের মেয়ে তিথি বেগমের সাথে ২০১৯ সালে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আজাহার আলীর ছেলে  আহসান হাবীবের পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একজন ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে তিথি বেগমকে নির্যাতন ও মারধর করত তার স্বামী। বিয়ের তিন বছর পর ২০২২ সালের ১২ এপ্রিল রাতে আহসান হাবীব তার স্ত্রী তিথি বেগমকে এক লক্ষ টাকা যৌতুকের দাবীতে মারধর করে ও এক পর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ হত্যা করে।

এই ঘটনার পরের দিন তিথির মামা ইসলামপুর উপজেলা  কাছিমা ফারাজীপাড়া গ্রামের আব্বাস আলী ফরাজী (৫২) ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলা আসামীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবান বন্দি ও ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে সন্দেহতীতভাবে হত্যাকান্ডের বিষয়টি আদালতের কাছে প্রমাণিত হয়।

বিচার প্রক্রিয়া শেষে আসামী আহসান হাবীবের উপস্থিতিতে আজ দুপুরে রায় ঘোষণা করা হয়। রায়ে আসামীকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন বিচারক। এই রায়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মুতাকাব্বির রুবেল।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment