শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া
ইউনিয়নের হরিণধরা গ্রামের মো. ইদ্রিস মিয়ার মেয়ে মোছা. সাদিয়া আক্তার (৩০) কাতার প্রবাসী,ফেনী জেলার পশুরাম উপজেলার কৃষ্ণ নগর এলাকার বাসিন্দা মো.ছালে আহাম্মেদের ছেলে মো. ওসমান গণি(৩৫) প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় এক লক্ষধীক টাকা।
মামলার আরজি’র সূত্রে জানা যায়, আসামী বর্তমানে একজন কাতার প্রবাসী মোবাইল ফোনের মাধ্যমে মামলার বাদী মো. সাদিয়া আক্তার এর সাথে সম্পর্ক গড়ে উঠলে
একপর্যায়ে দীর্ঘদিন মোবাইল ফোনে কথাবার্তা চলে তাদের। হঠাৎ করেই আসামি বাদীকে কাতার নিয়ে যাওয়ার
প্রস্তাব দিলে বাদী যাওয়ার ইচ্ছা পোষণ করেন।
একপর্যায়ে আসামি ভালো বেতনের চাকরি দেওয়া প্রভোলনে বাদী নিকট এক লক্ষ টাকা দাবি করেন। বাদী আসামির কথা মতো বিদেশ যাওয়ার উপলক্ষে টাকা দেওয়ার কথা স্বীকার করিলে আসামীর নিকটতম বন্ধু আবু তাহেরের নামে প্রথমে অগ্রণী ব্যাংক ফেনী জেলা শাখা যাহার হিসাব নং-০২০০০০৮৩০২০০২ তাং- ২২-০৪-২৪ইং এর অনুকূলে ৫০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে আসামীর নিজনামে ইসলামি ব্যাংক ফেনী জেলা শাখা হিসাব নং-২৯৯৭ এর অনুকূলে আরো ৫০ হাজার টাকা নগদ প্রদান করে মোট- ১ লক্ষ টাকা প্রদান করেন। ইতোমধ্যে আসামি ওসমাগনি কাতার থেকে এসে বাদী সাদিয়াকে নিয়ে যাওয়ার কথা থাকলেও আসামী তাকে বিদেশ নিতে অস্বীকার করে একপর্যায়ে বাদী তার দেওয়া ১ লক্ষ টাকা ফেরত চাহিলে আসামী নানা ধরনের হুমকিসহ
মোবাইল ফোনে বাদীর বিভিন্ন অঙ্গভঙ্গির ছবি ইলেকট্রনিকস ডিভাইসে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করাই আসামী ওসমান গনী বিরুদ্ধে একটি বিজ্ঞ সি আর আমলী আদালত শেরপুর জেলায় একটি মোকদ্দমা দায়ের করেন যাহার নং-১০০৯/২৪, ধারা ৪০৬/৪২০ দঃবিঃ, ইতোমধ্যে আসামীর বিরুদ্ধে আগামী ২৩-০৯-২০২৪ইং সমনজারি করা হয়েছে বলে তার আইনজীবীর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে মামলার বাদী মোছাঃ সাদিয়া আক্তার ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার জামালপুর দর্পণকে জানান, তাকে বিদেশ না নিয়ে এবং তার টাকা পরিশোধ না করে আসামী ওসমানগণী পুনরায় কাতার যাওয়ার উদ্দেশ্যে দেশে বিমানের টিকিট নিশ্চিত করেছে।
0 $type={blogger}:
Post a Comment