গাইবান্ধায় গাঁজাসহ দুইজন আটক

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় প্রাইভেটকারে গাঁজা পাচারকালে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৩। আটককৃতরা হলেন জিয়ারুল ইসলাম (২৮) ও শাফিউল (৪০)।
এ সময় তাদের কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে পাচারকালে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে র‍্যাব-১৩ অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গরুহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক জিয়ারুল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জনাব আলীর ছেলে এবং শাফিউল একই এলাকার মৃত এলাহি বকশের ছেলে।
র‍্যাব জানান, আটককৃতরা রংপুর থেকে গাঁজা নিয়ে প্রাইভেটকারে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ওই কার থামিয়ে তল্লাশির চালায় গাইবান্ধার র‍্যাবের সদস্যরা। এ সময় গাড়িতে থাকা ২৬ কেজি গাঁজা পাওয়া যায়। পরে ওই দুই মাদক কারবারিকে আটক করে গাঁজা ও কারটি জব্দ করা হয়।
র‌্যাব আরও জানান, তারা দীর্ঘদিন থেকে প্রাইভেটকারে করে ঢাকায় গাঁজা পাচার করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment