গাইবান্ধায় অনৈতিক কর্মকান্ডের জন্য শিক্ষার্থীদের দাবীর মুখে বরখাস্ত হলেন শিক্ষক

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়েে শিক্ষার্থীদের দাবীর মুখে সাময়িক বরখাস্ত হলেন বিদ্যালয়টির বি.এস.সি শিক্ষক শহিদুল ইসলাম।
৮ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে বিদ্যালয়ের কয়েক’শ শিক্ষার্থী উপজেলা পরিষদ চত্ত্বরে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবী করে বিভিন্ন স্লোগান দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান ঘটনাস্থলের উপস্থিত হয়ে অভিযুক্ত ওই শিক্ষক শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্তের ঘোষণা দেন।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা মিলেছে। ওই শিক্ষকের নিবন্ধন বাতিলসহ ভবিষ্যতে যাতে শিক্ষকতায় ফিরতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেই সাথে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহবান জানান তিনি।
শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের বি.এস.সি শিক্ষক শহিদুল ইসলাম ক্লাস চলাকালে ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্নভাবে মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। এর প্রতিকার চেয়ে গত ২৯ আগস্ট প্রধান শিক্ষক মাহবুবুল আলমের (মিল্টন) কাছে লিখিত অভিযোগ করেন কয়েকজন শিক্ষার্থী। প্রতিকার না পেয়ে পরবর্তীতে ১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন তারা। বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেন নির্বাহী অফিসার। কমিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিএম নকিবুল হাসানকে আহবায়ক করা হয়।
কমিটির অপর দুই সদস্য হলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন। তাদের তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment