শেরপুরে পূর্ব শত্রুতার জেরে দোকান ভাংচুর লুটপাট

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলার সদর উপজেলার ৬নং পাকুড়িয়া ইউনিয়নের বাগবাড়ী বাজার সংলগ্ন দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদ্রাসা ও দারুল নাজাত ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসা সংলগ্ন বিশিষ্ট ব্যবসায়ী ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ আনোয়ার হোসেনের ব্যবসায়ী প্রতিষ্ঠানে পূর্ব শত্রুতার জেরে ১৩ আগষ্ট মধ্য রাতে মোঃ হায়দার আলী (৫৬), পিতা-সামেজ মিয়া, মোঃ সাদ্দাম হোসাইন (৩০), পিতা- হায়দার আলী, নাঈম (২০) পিতা- সাইদুল, আনিছ (২০) পিতা – হাবুল, আবুল হোসেন (২৫) পিতা- হাবুল মিয়া, মোঃ নোমান (১৮) পিতা- সাইদুল উপরোক্ত দূর্বৃত্ত্বরা মোঃ আনোয়ার হোসেন কে বেধরক মারপিট করে দোকানের বিভিন্ন মালামালসহ ক্যাশ বক্সের ভিতর থাকা প্রায় অর্ধ লক্ষাধিক টাকা লুটিয়ে নেয়। ওই রাতে দোকান মালিক মোঃ আনোয়ার হোসেন ব্যাপক যত্ননা নিয়ে শেরপুর সদর হাসপাতালে ভর্তি হন প্রাথমিক চিকিৎসা শেষে এলাকায় গিয়ে সাংবাদিকদের কাছে ওই রাতের বর্বরোচিত হামলার বিবরণ দেন।

 

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ মিস্টার আলী বলেন, দীর্ঘদিন যাবতৎ মোঃ হায়দার গংদের সাথে মোঃ আনোয়ার হোসেন এর শত্রুতা চলে আসছিলো এরই জেরে মোঃ হায়দার আলী গংরা এই বর্বরোচিত হামলাটি চালায়। আমি মোঃ আনোয়ার হোসেনকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।

 

এবিষয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করাসহ মাদ্রাসার প্রায় ২ শতাধিক ছাত্র ছাত্রী আতংকের মধ্যে রয়েছে।
এবিষয়ে মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment