ইসলামপুরে পরিষ্কার পরিচ্ছন্নতায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

জামালপুর দর্পণ ডেস্কঃ

জামালপুরের ইসলামপুরে ময়লা-আবর্জনা পরিষ্কার করতে মাঠে নেমেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এই কার্যক্রমে অংশ নেন। শহীদ মিনার প্রাঙ্গন, মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ, অডিটোরিয়াম চত্বর সহ আশেপাশের বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা ও বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা-আবর্জনা জিনিসপত্র পরিষ্কার করেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, হাতে গ্লাভস পড়ে, মুখে মাস্ক দিয়ে, ঝাড়ু দিয়ে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এসব পরিষ্কার করেন।

ক্লিন আপ বাংলাদেশ উপজেলার প্রধান সমন্বয়ক আবির হাসান বলেন, ‘বাংলাদেশটা আমাদের সবার। দেশের সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের। আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে বাংলাদেশ গড়ার উদ্যোগে এই কাজে নেমেছি। আমাদের এই উদ্যোগ চলমান থাকবে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment