সাভারে গড়ে উঠেছে অবৈধ সিসা কারখানা

সাভার প্রতিনিধিঃ

কিছু অসাধু লোকের ক্ষমতার দাপটে সাভারে গড়ে উঠেছে অবৈধ সিসা কারখানা। সমাজের চোখ যখন অন্ধ হয়ে যায় তখন সমাজ কি চোখে দেখতে পায়?

 

সাংবাদিকতা একটি মহান পেশা। যাদেরকে জাতির বিবেক বলা হয়। সম্মানজনক পেশাকে পুঁজি করে কিছু সুবিধাবাদী লোক সমাজে অবৈধ কার্যকলাপের সাথে জড়িয়ে পড়ছে। যার ফলে সম্মানজনক পেশাটি দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাভারের আমিনবাজার এলাকায় অবৈধ সিসা কারখানা পরিচালিত হচ্ছে।

 

সরেজমিনে দেখা যায়, সাভারের আমিন বাজার সালেপুর ব্রিজ সংলগ্ন আবাসিক এলাকায় গড়ে উঠেছে একাধিক অবৈধ সিসা কারখানা। যেখানে ব্যাটারি ভেঙে এসিড ফেলা হয়।

 

পরিবেশের তোয়াক্কা না করে যেখানে সেখানে ফেলে রাখা হচ্ছে এই এসিড। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাদি জমিসহ স্থানীয় বাসিন্দারা।

 

স্থানীয় বাসিন্দাদের দাবি অচিরেই যেন এই সমস্যার সমাধান করা হয়।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment