জামালপুরে জিয়া কলেজের অধ্যক্ষ'র পদত্যাগের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ

জামালপুরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম তফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীবৃন্দ।

 

তাদের অভিযোগ, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ যোগদানের পর থেকেই নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। তার যোগদানের পর থেকে কলেজে শিক্ষক-কর্মচারীদের মাঝে অসন্তোষ এবং একাধিক মামলা মোকদ্দমার ঘটনা ঘটে। দুর্নীতির দায়ে ২০১৯ সাল থেকে অধ্যক্ষ একেএম তফিকুল ইসলামের বেতন ভাতা বন্ধ করে শিক্ষা মন্ত্রণালয়। ক্ষমতার প্রভাব খাটিয়ে ২০০৯ সালে প্রথমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন এবং ২০১৩ সালে অধ্যক্ষ পদে দায়িত্ব নেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, ইকরামুজ্জামান, শিক্ষার্থী সোনিয়া আক্তার ও মোনালিসা। এর আগে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment